শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারি
পাঁচ সপ্তাহের ব্যবধানে শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে শুক্রবার (০৬ মে) জরুরি অবস্থা ঘোষণা করেন। দেশটির বিক্ষোভকারীদের দমনে নিরাপত্তা বাহিনীকে ব্যাপক ক্ষমতা প্রদান করা হয়েছে।
শনিবার (০৭ মে) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রেসিডেন্টের একজন মুখপাত্র বলেছেন, জনশৃঙ্খলা নিশ্চিত করতে জরুরি আইন জারি করা হয়েছে। এর আগে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যেই শুরু হয় বিক্ষোভ ও ধর্মঘট। বন্ধ থাকে স্কুল-কলেজ, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। যার কারণে ২২ মিলিয়ন মানুষের দেশটি স্থবির হয়ে পড়েছে।
রাজাপাকসের পদত্যাগের দাবিতে দেশটির জাতীয় সংসদে ঢোকার চেষ্টাকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দিনের শুরুতে টিয়ার গ্যাস নিক্ষেপ এবং জলকামান ব্যবহার করে।
জরুরি অবস্থা চলাকালীন নিরাপত্তা বাহিনীকে বিচারিক ক্ষমতা ছাড়াও সন্দেহভাজনদের গ্রেফতার ও কারাগারে রাখার ক্ষমতা দেওয়া হয়েছে।
শ্রীলঙ্কা প্রেসিডেন্টর মুখপাত্র বলেছেন, জরুরি অবস্থা শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে।
এর আগে, গত ১ এপ্রিল রাজাপাকসে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। সেই জরুরি অবস্থা ১৪ এপ্রিল স্থায়ী ছিল। কিন্তু তারপর থেকে বিক্ষোভ আরও বেড়েছে।
১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে শ্রীলঙ্কা সবচেয়ে খারাপ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
এদিকে, রাজাপাকসে জোর দিয়ে বলেছেন, ক্রমবর্ধমান বিক্ষোভ সত্ত্বেও তিনি পদত্যাগ করবেন না।