দুই বছর পর পর্যটকদের জন্য খুলল নিউজিল্যান্ডের দুয়ার
মহামারি করোনার কারণে নিউজিল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। অবশেষে দুই বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক পর্যটকের জন্য দেশটির সীমানা খুলে দেওয়া হয়েছে। খবর বিবিসির।
ভ্রমণকারীরা সোমবার (০২ মে) অকল্যান্ড বিমানবন্দরে নামলে সেখানে আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। পর্যটকদের অনেকে পরিবার ও বন্ধুদের সঙ্গে অনেক দিন পর সরাসরি দেখা হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন।
৬০টিরও বেশি দেশের মানুষ এখন নিউজিল্যান্ডে প্রবেশ করতে পারবে, যদি তারা টিকা এবং কোভিড-নেতিবাচক হয়। অবশ্য দেশটির নাগরিকরা গত মার্চ থেকে দেশ ও দেশের বাইরে ভ্রমণ করতে পারছেন। এ ছাড়া অস্ট্রেলীয়দের এপ্রিল থেকে নিউজিল্যান্ডের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
নিউজিল্যান্ডে পা ফেলা এক মার্কিন ব্যক্তি বলেন, তিনি তার সঙ্গীর সঙ্গে দেখা করার জন্য সিনসিনাটি থেকে উড়ে এসেছেন। তিনি ২০২০ সালের ফেব্রুয়ারিতে ভিসার জন্য আবেদন করার পর থেকে এ দিনটির অপেক্ষা করছিলেন।
ডেভিড বেনসন বিবিসিকে বলেন, আমি অবশেষে আজ এখানে এসেছি। এখানে প্রথমবার এসেছি। আমি এখন বাড়িতে আছি। এটা আমার সবচেয়ে ভালো অনুভূতি।