করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণে দুই বিদেশিসহ নিহত ৪

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি গাড়ি বিস্ফোরণে দুই বিদেশি নাগরিকসহ অন্তত চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) করাচি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের কাছে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে সিন্ধু প্রদেশের পুলিশ প্রধান।

বিজ্ঞাপন

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের সামনে রাখা একটি গাড়িতে এ বিস্ফোরণ হয়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটি দুই বিদেশি নাগরিকসহ প্রভাষকদের পরিবহন করছিল, যারা বিশ্ববিদ্যালয়ে পাঠদান শেষে ফিরছিলেন। নিহত দুই বিদেশি চীনা ভাষা বিভাগে শিক্ষকতা করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িতে সাত থেকে আটজন ছিলেন। তবে, হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

টেলিভিশনের ফুটেজে একটি সাদা গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে এবং এর ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া বের হচ্ছে। ঘটনাটি ঘটার সময় গাড়িটি বাণিজ্য বিভাগের পাশে অবস্থিত কনফুসিয়াস ইনস্টিটিউটের দিকে ঘুরছিল বলে মনে হয়েছিল।

ফুটেজে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও উদ্ধারকারী বাহিনীকেও দেখা গেছে।