আফগানিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত ২৫

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে একটি শিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

বলখ প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান জাবিহুল্লাহ নুরানি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, প্রাথমিকভাবে অন্তত ২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

মাজার-ই-শরীফের কেন্দ্রীয় হাসপাতালের প্রধান প্রধান ডা. ঘাওসুদ্দিন আনোয়ারি দ্য অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত ১০ জন মুসল্লি নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছেন।

তিনি বলেন, হতাহতদের মসজিদ থেকে অ্যাম্বুলেন্স ও প্রাইভেটকারে করে হাসপাতালে আনা হয়েছে।

খোরাসান প্রদেশের ইসলামিক স্টেট (আইএসকেপি বা আইএসআইএস-কে) নামে পরিচিত একটি আইএসআইএল (আইএসআইএস) সহযোগী সংগঠন হামলার দায় স্বীকার করেছে।

এর আগে, বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাজধানী কাবুলে রাস্তার পাশে বোমা বিস্ফোরণে দুই শিশু আহত হয়।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান এক টুইট বার্তায় বলেন, কাবুলের পশ্চিমাঞ্চলের একটি শিয়া অধ্যুষিত এলাকায় রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।

দুই দিন আগে একই এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে একাধিক বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হয়, যাদের বেশিরভাগই শিশু।