কাবুলে স্কুলে একের পর এক বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুলে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) আফগান নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

বিজ্ঞাপন

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সদ্য স্কুলের ক্লাস শেষ হয়েছিল। বাড়ি যাওয়ার জন্য গেটের বাইরে পা রাখতে শুরু করেছিল পড়ুয়ারা। তখনই বিস্ফোরণ ঘটানো হয়।

দেশটির পুলিশ বলছে, পশ্চিম কাবুলের দাশত-ই-বারচি এলাকায় একটি বালক বিদ্যালয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আব্দুল রহিম শহীদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাস শেষে বের হওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে।

ওই অঞ্চলের শিয়া হাজারা সম্প্রদায়ের ওপর প্রায়ই হামলা চালিয়ে থাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটসহ (আইএস) বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলো।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, একটি উচ্চ বিদ্যালয়ে তিনটি বিস্ফোরণ ঘটেছে। এতে কিছু হতাহতের ঘটনা ঘটেছে।