পাকিস্তানের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি পাকিস্তান সরকারের সঙ্গে দীর্ঘস্থায়ী সহযোগিতা অব্যাহত রাখারও অঙ্গীকার করেছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১৩ এপ্রিল) রাতে এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পাকিস্তান প্রায় ৭৫ বছর ধরে পারস্পরিক স্বার্থে গুরুত্বপূর্ণ অংশীদার ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ককে গুরুত্ব দেয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক পাকিস্তানকে উভয় দেশের স্বার্থের জন্য অপরিহার্য বলে মনে করে।

বিজ্ঞাপন

বিবৃতির প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় টুইট বার্তায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার প্রয়োজনীয়তা পুন্যর্বক্ত করেছে পাকিস্তান। নতুন সরকার এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের যৌথ লক্ষ্যগুলো প্রচারে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক এবং ইতিবাচক সম্পর্ক ধরে রাখতে চায়।

গত সপ্তাহে ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে পদ থেকে অপসারণের পর সোমবার শেহবাজ পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।