পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ
অনাস্থা ভোটে ইমরান খানের পতনের পর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শেহবাজ শরীফ।
সোমবার (১১ এপ্রিল) বিকালে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে তার পক্ষে ১৭৪টি ভোট পড়ে। পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হলেন শেহবাজ শরীফ।
এর আগে, ইমরান খানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সদস্যরা ন্যাশনাল অ্যাসেম্বলি থেকে ওয়াক আউট করেন।
নিজের দল মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) পাশাপাশি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা মজলিস-ই-আমলসহ বেশ কয়েকটি দলের সমর্থন পেয়েছেন শেহবাজ।
নতুন প্রধানমন্ত্রী নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হয় এমএনএ আয়াজ সাদিকের সভাপতিত্বে।
পিএমএল–এন নেতা শেহবাজ শরীফ পাঞ্জাব প্রদেশের তিন বারের মুখ্যমন্ত্রী। তার বড় ভাই নওয়াজ শরীফ দেশ ছাড়ার পর পাকিস্তান মুসলিম লিগের প্রেসিডেন্টের আসনে বসেন তিনি। তখন থেকেই ভাইঝি মরিয়াম শরীফকে সঙ্গে নিয়ে দল সামলাচ্ছিলেন তিনি। ২০১৮ সালের ১৩ আগস্ট শেহবাজ শরীফ ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হন। নির্বাচিত হন বিরোধী দলনেতা পদে।