পাকিস্তানে এনওসি ছাড়া সরকারি কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিরাজমান পরিবর্তিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পাকিস্তানে সরকারি কর্মকর্তাদের অনাপত্তিপত্র (এনওসি) ছাড়া দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। এর জন্য দেশটির বিমান বন্দরের কর্মীদের সর্বোচ্চ পর্যায়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
রোববার (১০ এপ্রিল) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, শনিবার গভীর রাতে পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার আসাদ কায়সারের পদত্যাগের ঘোষণা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরানে খানের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রক্রিয়া শুরু হওয়ার পরে এই নির্দেশনা দেওয়া হয়।
পাকিস্তানের সকল আন্তর্জাতিক বিমানবন্দরে এফআইএ-এর অভিবাসন কর্মীদের উচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে যে সরকারি কর্মকর্তারা এনওসি ছাড়া যাতে বিদেশ ভ্রমণ করতে না পারে।
বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীকেও উচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং বিদেশগামী যাত্রীদের চেকিং বাড়ানো হয়েছে।
এফআইএ এবং বিমানবন্দরের কর্মকর্তারা বলেন, তারা সতর্ক থাকার নির্দেশনা পেয়েছেন এবং কোনো সরকারি কর্মকর্তাকে এনওসি ছাড়া দেশত্যাগের বাধা দিতে বলা হয়েছে।
এছাড়া রাওয়ালপিন্ডির গ্যারিসন সিটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।