সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব শ্রীলঙ্কায়
দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা করার জন্য জাতীয় ঐক্যোর ভিত্তিতে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
প্রেসিডেন্ট কার্যালয় সোমবার (০৪ এপ্রিল) এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট সংসদের সব রাজনৈতিক দলকে মন্ত্রিসভা পদ গ্রহণ এবং জাতীয় সংকটের সমাধানের প্রচেষ্টায় যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
এর আগে, দেশটির সব মন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন। তাছাড়া শেয়ারবাজারে দর পতন হওয়ায় এর কার্যক্রমও বন্ধ রয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাজাপাকসে বিবৃতিতে আরও বলেন, জাতীয় প্রয়োজনেই ঐক্যের সরকার প্রয়োজন। সময় এসেছে দেশের সকল নাগরিক ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক হয়ে কাজ করার।
বিবৃতিতে আরও বলা হয়, চলমান জাতীয় সংকট মোকাবিলায় একটি গণতান্ত্রিক কাঠামো খুঁজে বের করা উচিত। কারণ শত শত মানুষ শহরে এবং গ্রামে স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভে যোগ দিচ্ছেন। তাই সংসদে প্রতিনিধিত্ব করা সব রাজনৈতিক দলকে একত্রে হয়ে কাজ করতে হবে।
কলম্বো স্টক এক্সচেঞ্জে সোমবার সকালে বেঞ্চমার্ক শেয়ার মূল্য সূচকে তীব্র পতনের কারণে দুবার লেনদেন স্থগিত করে।