রাশিয়ার হামলায় ইউক্রেনে ৩৭ শিশু নিহত, পালিয়েছে ১০ লাখ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে রুশ বাহিনীর দুই সপ্তাহের হামলায় এ পর্যন্ত ৩৭ জন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৫০ জন। এছাড়া নিরাপদ আশ্রয়ের খোঁজে মাতৃভূমি ছেড়েছে ১০ লাখ শিশু।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ মার্চ) জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এক বিবৃতিতে তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন
রাশিয়ার হামলায় ইউক্রেনে ৩৭ শিশু নিহত, পালিয়েছে ১০ লাখ। ছবি: সংগৃহীত

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, ‘রুশ বাহিনী ইউক্রেনের বেসামরিক নাগরিক ও বেসামরিক বিভিন্ন অবকাঠামোতে অকল্পনীয় আক্রমণ চালিয়েছে। তারা হাসপাতাল, স্কুল ও পানি সরবরাহ কেন্দ্রেও হামলা চালাচ্ছে। অবিলম্বে এ হামলা বন্ধ করতে হবে।

ইউক্রেনের শিশুরা শান্তির খোঁজে ছুটছে বলেও মন্তব্য করেন ক্যাথরিন রাসেল।

স্থানীয় সময় গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। রাজধানী কিয়েভসহ দেশটির তিন দিকের সীমান্ত অঞ্চল দিয়ে হামলা চালানো হয়।

রাশিয়ার হামলার পর প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে পার্শ্ববর্তী দেশে পাড়ি জমাতে শুরু করে ইউক্রেনের সাধারণ মানুষ। জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থার হিসাব অনুযায়ী- এ পর্যন্ত ২০ লাখের মানুষ ইউক্রেন ছেড়েছেন। এর মধ্যে অন্তত ১০ লাখ শিশু।