‘নো-ফ্লাই জোন’ প্রত্যাখ্যান ন্যাটোর, ক্ষুব্ধ জেলেনস্কি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেইনের ওপর ‘নো-ফ্লাই জোন’ আরোপের প্রস্তাব প্রত্যাখ্যান করায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি। খবর বিবিসির।

স্থানীয় সময় শুক্রবার (০৪ মার্চ) সন্ধ্যায় ইউক্রেইনের জনগণের উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে জেলেনস্কি অভিযোগ করে বলেন, তাদের দেশের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের মাত্রা আরও বাড়ার সম্ভাবনা আছে এটা পশ্চিমা নেতারা জানেন আর তারা শহর ও নগরগুলোতে বোমা হামলা চালিয়ে যাওয়ার জন্য ভ্লাদিমির পুতিনকে লাইসেন্স দিয়ে দিচ্ছেন।

তিনি বলেন, নতুন হামলা ও হতাহত অনিবার্য, এটা জানার পরও ন্যাটো ভেবেচিন্তে ইউক্রেইনের আকাশ বন্ধ না করার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

ন্যাটোর দাবি, এ অবস্থায় ইউক্রেনের আকাশসীমায় ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করলে যুদ্ধ গোটা ইউরোপে ছড়িয়ে পড়তে পারে।

ক্ষুব্ধ জেলেনস্কি বলেন, ন্যাটোর এই যুক্তিটি দুর্বল। আসলে তারা ভিতরে ভিতরে কম আত্মবিশ্বাসী। পশ্চিমারা স্বাধীনতা সংগ্রামকে ইউরোপের এক নম্বর লক্ষ্য বলে মনে করে না।