রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে বোয়িং কোম্পানি

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেন ইস্যুতে বিশ্বের অন্যতম বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং তার রুশ অংশীদারদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। খবর বিবিসির।

স্থানীয় সময় মঙ্গলবার (১ মার্চ) প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ঘোষণা ঘোষণা করেছে, এটি রাশিয়ার রাজধানী মস্কোতে সব বড় কার্যক্রম স্থগিত করবে।

বিজ্ঞাপন

বৃহৎ এই মার্কিন বিমান শিল্পপ্রতিষ্ঠান রাশিয়ার উড়োজাহাজের জন্য আর প্রযুক্তিগত সহায়তা, রক্ষণাবেক্ষণ কিংবা যন্ত্রাংশ সরবরাহের কাজ করবে না। সোমবার (২ মার্চ) বোয়িং কম্পানি রুশ হামলার শিকার কিয়েভে তার কার্যালয় এবং মস্কোতে তার পাইলট প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ করে দেয়।

প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেছেন বোয়িং ওই অঞ্চলে সতীর্থদের নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোনিবেশ করছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পরই পশ্চিমাদের একের পর নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) যুক্তরাজ্য রাশিয়ার জাতীয় এয়ারলাইন্স অ্যারোফ্লোটের চলাচল নিষিদ্ধ করে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) আরও দুটি ইউরোপীয় দেশ রাশিয়ার বিমান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে। এদিকে, ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ) বলেছে, এটি বিমানের যন্ত্রাংশ রপ্তানির ক্ষেত্রে সীমাবদ্ধতা এঁটে দেবে।