লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইউক্রেনে সামরিক অভিযান চলবে

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের শহরগুলো ঘিরে ফেলার চেষ্টা করছে রাশিয়া। এমন সময় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইউক্রেনে সামরিক অভিযান চলবে।

মঙ্গলবার (০১ মার্চ) রুশ প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে যাবে।

বিজ্ঞাপন

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, মস্কোর মূল লক্ষ্য পশ্চিমাদের দ্বারা সৃষ্ট হুমকি থেকে নিজেদের রক্ষা করা। তবে তিনি দাবি করেন রাশিয়া ইউক্রেনের ভূখণ্ড দখল করবে না।