কিয়েভ-খারকিভ ঘিরে ফেলার চেষ্টা রুশ বাহিনীর

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে চলমান সামরিক অভিযান আরও জোরদার করেছে রাশিয়া। রাশিয়ার সামরিক কনভয় ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে পৌঁছে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

মঙ্গলবার (০১ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ বলেছেন, রাশিয়ান বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ ঘিরে ফেলার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, কিয়েভ, খারকিভ ও মারিউপোলকে দখলে নিতে রাশিয়ান সেনারা কামানের গোলা ও বিমান থেকে গুলি শুরু করেছে।

তবে বর্তমান পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।