খারকিভে বোমাবর্ষণকে যুদ্ধাপরাধ বললেন জেলেনস্কি

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খারকিভের বোমাবর্ষণকে যুদ্ধাপরাধ বলে বর্ণনা করেছেন। এ হামলায় তিন শিশুসহ নয়জন বেসামরিক লোক নিহত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের আবাসিক ভবন লক্ষ্য করে রুশ ক্লাস্টার বোমা হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করছে।

জেলেনস্কি ইউক্রেনের জনগণের উদ্দেশ্যে গভীর রাতে এক ভাষণে বলেন, রাশিয়ান বাহিনী জেট আর্টিলারি থেকে শান্তিপূর্ণ আবাসিক এলাকার ওপর নির্মমভাবে গুলি চালাচ্ছে। এটি স্পষ্টতই একটি যুদ্ধাপরাধ।

তিনি বলেন, কয়েক ডজন প্রত্যক্ষদর্শীর রেকর্ড প্রমাণ করে রাশিয়া বেসামরিক ব্যক্তিদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। রাশিয়ানরা জানত তারা কোথায় গুলি করছে।

ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান প্রসিকিউটর করিম খান রাশিয়ার আগ্রাসনের বিষয়ে তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি ইউক্রেনে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।