‘রুশ সেনাদের রুখতে ইউক্রেনের ১০ হাজার নারী প্রস্তুত’

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ইউক্রেনের এমপি লেসিয়া ভ্যাসিলেনকো। ছবি: বিবিসি

ইউক্রেনের এমপি লেসিয়া ভ্যাসিলেনকো। ছবি: বিবিসি

রাশিয়ার আগ্রাসন রুখতে এবং নিজেদের মাতৃভূমি রক্ষায় ইউক্রেনের ১০ হাজার নারী যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির একজন নারী সংসদ সদস্য (এমপি)।

ওই নারী এমপির নাম লেসিয়া ভ্যাসিলেনকো। স্থানীয় সময় সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বিবিসির রেডিও অনুষ্ঠান ‘উইমেনস আওয়ার’-এ অংশ নিয়ে এ কথা জানান।

বিজ্ঞাপন

লেসিয়া ভ্যাসিলেনকো বলেন, ‘আমি কিয়েভ ছেড়ে কোথাও যায়নি। বাড়ির বাঙ্কারে পরিবারের সঙ্গে রয়েছি। অন্য নারীদের সঙ্গে যোগাযোগ রাখছি। তারাও প্রস্তুত। অনেকে প্রস্তুতি নিচ্ছে।’

barta24
ইউক্রেনের নারীরা অস্ত্র হাতে প্রশিক্ষণ নিচ্ছেন। ছবি: বিবিসি

তিনি বলেন, ‘নিজের নোখের খুব যত্ন নিতাম। নখ বড় করা আমার শখ ছিল। তবে রাইফেল চালানোর জন্য সেই শখ জলাঞ্জলি দিয়েছি। আমি ভারী রাইফেল চালানো শিখেছি। আমি যুদ্ধে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত।’

barta24
প্রশিক্ষণ নিচ্ছেন ইউক্রেনের মধ্যবয়সী এক নারী। ছবি: রয়টার্স

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান বাহিনী ইউক্রেনে আক্রমণের পর অনেক সাধারণ নাগরিক অস্ত্র চালানো শিখছেন। তারা মাতৃভূমি রক্ষায় অস্ত্র হাতে তুলে নিচ্ছেন। ছাত্র, তরুণ, যুবকদের সঙ্গে বয়স্ক পুরুষেরা যেমন অংশ নিচ্ছেন, তেমনি নারীরাও এগিয়ে এসেছেন। সবার লক্ষ্য মাতৃভূমিকে রক্ষা করা।