হ্যাকারের কবলে রুশ বার্তা সংস্থা তাস

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রুশ বার্তা সংস্থা তাস হ্যাক করা হয়েছে। যেখানে যুদ্ধবিরোধী নিউজ প্রকাশিত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বার্তা সংস্থা তাসে যুদ্ধবিরোধী নিউজ প্রকাশিত হয়েছে এবং ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আক্রমণ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে হ্যাকারের কবলে পড়েছে বার্তা সংস্থাটি।

বিজ্ঞাপন
হ্যাকারের কবলে রুশ বার্তা সংস্থা তাস

খবরে বলা হয়, হ্যাকাররা পুতিন বিরোধী নিউজ লিখেছেন, আমরা আপনাকে (ভ্লাদিমির পুতিন) এই পাগলামি বন্ধ করার জন্য অনুরোধ করছি। রুশ সেনা সদস্যদের উদ্দেশ করে এক নিউজে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে নিশ্চিত মৃত্যুর জন্য আমাদের সন্তানদের পাঠাবেন না।

আরেক নিউজে বলা হয়েছে, পুতিন মিথ্যা বলে আমাদের বিপদে ফেলছেন...এটা আমাদের যুদ্ধ নয়, আসুন তাকে থামাই!