খারকিভে প্রবেশ করেছে রুশ সেনারা

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করেছে রুশ সেনারা। খবর বিবিসির।

রোববার (২৭ ফেব্রুয়ারি) খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেছেন, হালকা সামরিক যানগুলো শহরে প্রবেশ করেছে।

বিজ্ঞাপন

তার বক্তব্যের আগে, ফুটেজে দেখা গেছে কিছু রাশিয়ান সামরিক যান উত্তর-পূর্ব শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।

ওলেগ সিনেগুবভ বাসিন্দাদের ঘরের ভিতরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাশিয়ান সৈন্যরা শহরের কেন্দ্রে রয়েছে বলে মনে হচ্ছে।

তিনি আরও বলেছেন, আপনারা নিরাপদ স্থান ত্যাগ করবেন না। ইউক্রেনের সশস্ত্র বাহিনী শত্রুদের নির্মূল করছে। বেসামরিক নাগরিকদের রাস্তায় না নামতে বলা হচ্ছে।