ইউক্রেনে তিন শিশুসহ ১৯৮ বেসামরিক নাগরিক নিহত

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রুশ আগ্রাসনে ইউক্রেনে তিন শিশুসহ ১৯৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের অ্যাকাউন্টে ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো লিখেন, রুশ সেনাদের হামলায় ৩ শিশুসহ ১৯৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এসময় ৩৩ শিশুসহ ১ হাজার ১১৫ জন আহত হয়েছে।

বিজ্ঞাপন

গত বৃহস্পতিবার রুশ সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

রুশ সেনারা ইউক্রেনের কিয়েভে ঢুকে পড়েছে। বিস্ফোরণ ও গোলাগুলি চলছে, মানুষ হতাহত হচ্ছে।

বিবিসির খবরে বলা হয়, ইউক্রেনীয় বাহিনী রাশিয়ান বাহিনীকে প্রবেশে বাধা দিতে দক্ষিণ-পূর্ব শহরের প্রধান রাস্তাগুলো গাছ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেছে।