কিয়েভ ত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান, গোলাবারুদ চাইলেন জেলেনস্কি

  রুশ-ইউক্রেন সংঘাত
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক সংঘর্ষ চলছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কিয়েভ ত্যাগ করতে সহায়তা করার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে, তিনি সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জেলেনস্কি মার্কিন প্রস্তাবের জবাবে বলেছেন, লড়াই এখানে। আমাকে উদ্ধারের প্রয়োজন নেই, আমার গোলাবারুদ প্রয়োজন।

মার্কিন এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, কথা বলার সময় জেলেনস্কিকে উচ্ছ্বসিত দেখাচ্ছিল।

এদিকে, রাশিয়ান আক্রমণের প্রতিক্রিয়ার নিজের ভূমিকার জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন জেলেনস্কি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আজ সকালে কিয়েভের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত হেনেছে এখনও স্পষ্ট নয়।

এদিকে, কিয়েভের সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে রাশিয়ার সৈন্যরা। তবে তা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এক ফেসবুক পোস্টের মাধ্যমে ইউক্রেনের সামরিক বাহিনী সেনা ঘাঁটিতে হামলা প্রতিহতের কথা জানায়।