ব্যাংকক এখন ক্রুং থেপ মাহা নাখোন!

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের অফিসিয়াল নাম ক্রুং থেপ মাহা নাখোন করার ঘোষণা দিয়েছে দেশটির রয়্যাল সোসাইটি অফিস। তবে, ব্যাংকক নামটি এখনও স্বীকৃত।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির মন্ত্রিসভা প্রস্তাবিত এই নাম অনুমোদন করেছে। খবর ব্যাংকক পোস্টের।

বিজ্ঞাপন

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সরকারের উপ-মুখপাত্র রাচদা ধানাদিরেক বলেছেন, রাজধানীর নামকরণে কিছুই পরিবর্তন করা হয়নি। থাই নাম ক্রুং থেপ মাহা নাখোন শুধুমাত্র অফিসিয়াল নাম হিসেবে ব্যবহার করা হবে। ব্যাংকক নামটি এখনও স্বীকৃত।