৫৭ দেশে শনাক্ত হয়েছে ওমিক্রনের উপধরন বিএ.২
করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনের একটি উপধরন (বিএ.২) এখন পর্যন্ত বিশ্বের ৫৭টি দেশে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) সংস্থাটি এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
ইতিমধ্যে কিছু গবেষণা ইঙ্গিত দিয়েছে, ওমিক্রনের মূল ধরনের চেয়ে উপধরন ‘বিএ.২’ অনেক বেশি সংক্রামক হতে পারে। প্রায় ১০ সপ্তাহ আগে আফ্রিকায় প্রথম ওমিক্রন ধরন শনাক্ত হয়। শনাক্তের পর খুব দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ওমিক্রন। এটি প্রাধান্যশীল ধরন হয়ে ওঠে।
অনেক মিউটেশনের ওমিক্রনের উচ্চ সংক্রমণক্ষমতা রয়েছে। ওমিক্রনের আবার বেশ কিছু উপধরন তৈরি হয়েছে। এগুলো হলো বিএ.১, বিএ.১.১, বিএ.২ ও বিএ.৩। এই উপধরনগুলোর মধ্যে বিএ.২ মূল ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক হতে পারে বলে বিভিন্ন গবেষণায় আভাস মিলেছে।
ডব্লিউএইচওর করোনাবিষয়ক শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভে সাংবাদিকদের বলেন, প্রাথমিক তথ্য ইঙ্গিত করে যে বিএ.২ বিএ.১ এর তুলনায় বেশি সংক্রামক।
তিনি বলেন, বিএ.২ উপ-ভ্যারিয়েন্টে তীব্রতার পরিবর্তনের কোন ইঙ্গিত নেই।