ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: মহাকাশ থেকে তোলা ছবি প্রকাশ করল উ. কোরিয়া
২০১৭ সালের পর সবচেয়ে বড় মধ্যপাল্লার হোয়াসং-১২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ সোমবার (৩১ জানুয়ারি) ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বেশ কিছু ছবি প্রকাশ করেছে। খবর রয়টার্সের।
উত্তর কোরিয়া জানিয়েছে, হোয়াসং-১২ নামে মধ্যপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ছিল এটি। জাপানের উপকূলের কাছে সাগরে পড়ার আগে এটি দুই হাজার কিলোমিটার উচ্চতায় উঠেছিল। উত্তর কোরিয়ার পূর্ব তীরে স্থানীয় সময় সকাল ৮টার কাছাকাছি এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
বার্তা সংস্থা কেসিএনএ জানায়, হোয়াসং-১২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি যথার্থভাবে কাজ করছে কি না, তা নিশ্চিত হতে এ পরীক্ষা চালানো হয়েছে। এর আগে উত্তর কোরিয়া বলেছিল, হোয়াসং-১২ ক্ষেপণাস্ত্রটি বড় আকারের ও ভারী পারমাণবিক ওয়ার হেড বহনে সক্ষম।
প্রকাশিত ছবিতে দেখা গেছে, উৎক্ষেপণের মুহূর্ত, মাঝের এবং মহাকাশ থেকে তোলা।
এ নিয়ে এক মাসে সাতবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় বেশ উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে এক মার্কিন শীর্ষ কর্মকর্তা পিয়ংইয়ং-কে পারমাণবিক কর্মসূচির বিষয়ে পূর্ব শর্ত ছাড়াই সরাসরি আলোচনায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ক্ষেপণাস্ত্র ছোড়ার পর উত্তর কোরিয়াকে অস্থিতিশীল কর্মকাণ্ড বন্ধ রাখার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র।
রোববারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করতে দেশটির সর্বোচ্চ নেতা কি জং উন উপস্থিত ছিলেন না।
এভাবে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা নিন্দা জানিয়েছে।