তাইওয়ানের আকাশে চীনের ৩৯ যুদ্ধবিমান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তাইওয়ানের আকাশ প্রতিরক্ষাসীমানায় ফের চীনের ৩৯টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেগুলোর মধ্যে বোমারু বিমানও ছিল বলে দাবি করা হয়েছে।

রোববার (২৩ জানুয়ারি) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা জোনে ৩৯টি যুদ্ধ বিমান শনাক্ত করা গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

বিজ্ঞাপন

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৩৪টি ফাইটার বিমানের পাশাপাশি ‘এইচ-৬’ বোমারু বিমানও ছিল।

চীনের বিমানগুলো তাইওয়ান নিয়ন্ত্রিত পাতাস দ্বীপের উত্তর-পূর্ব দিকে উড়ছিল বলে দাবি করছে তাইওয়ান। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে আরও জানিয়েছে, তাৎক্ষণিকভাবে রেডিও সিগন্যাল জারি করা হয়। সতর্কতার অংশ হিসেবে তাইওয়ান নিজেদের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করে।

বিজ্ঞাপন

তবে, চীন এবিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

চীন সম্প্রতি তাইওয়ানকে সার্বভৌমত্ব দাবি মেনে নিতে চাপ বাড়িয়েছে। তাইওয়ানের সরকার বলছে, তারা শান্তি চায় কিন্তু হামলা হলে আত্মরক্ষা করবে।