ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য অজুহাত তৈরি করতে রাশিয়া উসকানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে এরই মধ্যে নাশকতাকারীদের ইউক্রেনে প্রস্তুত রাখা হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।

স্থানীয় সময় শুক্রবার (১৪ জানুয়ারি) এমন তথ্য নিয়ে হাজির হন মার্কিন কর্মকর্তারা। খবর বিবিসির।

বিজ্ঞাপন

পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, রাশিয়ান অপারেটিভরা একটি ‘মিথ্যা-পতাকা’ অভিযানের পরিকল্পনা করছে, যাতে মস্কো ইউক্রেনকে হামলার প্রস্তুতির জন্য অভিযুক্ত করতে পারে। তবে, রাশিয়া এই দাবি প্রত্যাখ্যান করেছে।

উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মার্কিন-রাশিয়ান আলোচনার এক সপ্তাহ পর মার্কিন শিবির থেকে এ ধরনের বক্তব্য প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

গত শুক্রবার ইউক্রেনের বেশ কিছু অফিসিয়াল ওয়েবসাইটে সাইবার হামলার পিছনে রাশিয়াকে অভিযুক্ত করা হয়েছে।

সাইটগুলি অফলাইনে যাওয়ার আগে, একটি বার্তা ইউক্রেনীয়দের সবচেয়ে খারাপের জন্য প্রস্তুত হওয়ার জন্য সতর্ক করা হয়েছিল।

যুক্তরাষ্ট্র ও ন্যাটো সাইবার হামলার নিন্দা জানিয়েছে এবং ইউক্রেনকে সমর্থনের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে রাশিয়া সাইবার হামলা নিয়ে কোনও মন্তব্য করেনি।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কারবি শুক্রবার সাংবাদিকদের বলেছেন, পূর্ব ইউক্রেনে একদল প্রশিক্ষিত বাহিনী তৈরি রেখেছে রাশিয়া। যাদের কাজ হবে ইউক্রেনে রুশভাষীদের ওপর একটি হামলার নাটক করা। এরপর ওই ‘হামলা’র অজুহাত দেখিয়েই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে পুতিনের বাহিনী।