দেশদ্রোহিতার অভিযোগে কাজাখস্তানে সাবেক নিরাপত্তা প্রধান আটক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশদ্রোহিতার অভিযোগে কাজাখস্তানের সাবেক জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান করিম মাসিমভকে আটক করা হয়েছে।

কাতরভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (০৮ জানুয়ারি) তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

দেশটির ন্যাশনাল সিকিউরিটি কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, করিম মাসিমভ কাজাখস্তানের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ এর ঘনিষ্ঠ মিত্র। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগের তদন্ত শুরু করার পর বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে।

চলতি বছরের ৬ জানুয়ারি জাতীয় নিরাপত্তা কমিটি রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। ওই দিনেই তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

নিরাপত্তা বাহিনী কয়েক দিনের সহিংসতার পর শুক্রবার কাজাখস্তানের প্রধান শহর আলমাটির রাস্তা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।

রুশ সমর্থিত প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ বলেছেন, তিনি দেশব্যাপী বিদ্রোহ দমন করতে সৈন্যদের গুলি করার নির্দেশ দিয়েছেন।