চীনে ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৬

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং শহরে একটি ক্যাফেটেরিয়ায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে

বিজ্ঞাপন

বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। দেশটির গণমাধ্যম বলছে, গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতার ধসে পড়ে ভবনটি। এতে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন সেখান অবস্থানকারী সবাই।

দুর্ঘটনার পর পরই সেখানে উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের ৬শ কর্মী। ধ্বংসস্তূপ সরিয়ে বের করে আনেন হতাহতদের। আহত সবাই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার কারণ উদঘাটনে চলছে তদন্ত।

চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা সিনহুয়ার পোস্ট করা ছবিতে বিস্ফোরণের স্থান থেকে কংক্রিটের স্ল্যাব তোলা ভারি যন্ত্রপাতি দেখা গেছে।