হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল নর্থ কোরিয়া

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে পিয়ংইয়ং। চলতি বছর এই প্রথম বড় কোনও অস্ত্রের পরীক্ষা চালালো নর্থ কোরিয়া।

কেসিএনএ জানিয়েছে, এটি ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এনিয়ে দ্বিতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো নর্থ কোরিয়া। শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত ছোটা এই ক্ষেপণাস্ত্রটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে দীর্ঘ সময় শত্রুর নজরদারি এড়াতে সক্ষম।

এর আগে, নর্থ কোরিয়ার নেতা কিম জং উন পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারপরই এই পরীক্ষা চালানো হলো।

নববর্ষে দেওয়া এক ভাষণে কিম জং উন বলেছিলেন, কোরীয় উপদ্বীপে ক্রমবর্ধমান অস্থিতিশীল সামরিক পরিবেশের কারণে পিয়ংইয়ং প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করবে।

সাউথ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থবির হয়ে যাওয়ায় গত বছর বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে নর্থ কোরিয়া।