মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা, প্রাণহানি ৫০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মালেশিয়ায় ভয়ায়বহ বন্যা, প্রাণহানি ৫০

মালেশিয়ায় ভয়ায়বহ বন্যা, প্রাণহানি ৫০

মালয়েশিয়ার সাতটি অঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। রাজ্যগুলো থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

মালয়েশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, গত দুই সপ্তাহের ভারী বৃষ্টিতে এ বন্যার সৃষ্টি হয়েছে। বন্যায় এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বিজ্ঞাপন

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, কেলান্তান, তেরেঙ্গানু, পাহাং, জোহর, মালাক্কা, নেগেরি সেম্বিলান এবং সাবাহ অঞ্চল বন্যায় ক্ষতির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত ৮৭২৭ জন মানুষ ১২৮টি ত্রাণ কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

প্রতি বছরের অক্টোবর থেকে মার্চ পর্যন্ত মালয়েশিয়ার পুর্ব উপকূলে বন্যা খুব সাধারণ ঘটনা। গত ১৭ ডিসেম্বর থেকে টানা ভারী বর্ষণের কারণে এবারে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে। যার কারণে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো বেশ চাপে পড়ে যায়।

বিজ্ঞাপন

এক টুইট বার্তায় ইন্সপেক্টর-জেনারেল অ্যাক্রিল সানি আবদুল্লাহ সানি জানান, দেশটিতে ভয়াবহ এ বন্যায় এখন পর্যন্ত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছেন দুইজন।

মালয়েশিয়া সরকার জানায়, বন্যার্তদের মাঝে ১ দশমিক ৪ বিলিয়ন রিঙ্গিত সাহায্য বিতরণ করা হবে। এর পাশাপাশি অন্যান্য ত্রাণ সামগ্রীও বিতরণ করা হবে।