ফাইজারের বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে ‘শক্তিশালী’ সুরক্ষা দেবে
করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত টিকার বুস্টার ডোজ।
গত বুধবার (৮ ডিসেম্বর) প্রকাশিত ফাইজারের নতুন উপাত্তে এমন ইঙ্গিত মিলেছে।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাইজারের টিকা ইউরোপের বহু দেশে দেওয়া হয়েছে। এখন তাদের তৈরি টিকার বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। ৮ ডিসেম্বরের রিপোর্টে বলা হয়েছে, বুস্টার নেওয়ার পর রক্তপরীক্ষা করে দেখা গেছে, করোনার অ্যান্টিবডি ২৫ গুণ কার্যকরী হচ্ছে ওই ডোজে। শুধু তাই নয়, ওমিক্রন বিষয়ে এখনো পর্যন্ত যা জানা গেছে, তার নিরিখেও ওই বুস্টার ডোজ কার্যকরী। তবে আরও বৈজ্ঞানিক পরীক্ষা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ফাইজার জানিয়েছে, যারা দুই ডোজ ফাইজারের টিকা নিয়েছেন তাদের রক্তের নমুনা পরীক্ষায় দেখা যায় ওমিক্রনের বিরুদ্ধে কম মাত্রার অ্যান্টিবডি তৈরি করছে।
বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, ওমিক্রন নিয়ে এখনো সমস্ত তথ্য হাতে আসেনি। ফলে কোন টিকা তা রুখতে পারে, তা এখনই বলা কঠিন। টিকার প্রাথমিক দুইটি ডোজের পরেও যে ওমিক্রন হচ্ছে, তা স্পষ্ট। কিন্তু তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ তা নিয়ন্ত্রণ আদৌ করতে পারে কি না, তা দেখার জন্য আরও পরীক্ষা দরকার।