বেইজিং অলিম্পিকে অংশ নিবেন পুতিন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০২২ সালে শীতকালীন বেইজিং অলিম্পিকে অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্যে দিয়ে প্রথম কোনও রাষ্ট্রপ্রধান আসন্ন ইভেন্টটিতে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত হলো।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিজ্ঞাপন

এক ভিডিও কলে রুশ প্রেসিডেন্ট বলেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মিলিত হওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন।

এদিকে, মানবাধিকরা ইস্যুতে চীনের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া কানাডা ইতিমধ্যে বেইজিং অলিম্পিক বয়কটের সিদ্ধান্ত জানিয়েছে। দেশগুলোর এমন সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে চীনও।

বিজ্ঞাপন

পুতিন বলেন, আমি উল্লেখ করতে চাই যে খেলাধুলা এবং অলিম্পিকের মতো ইভেন্টে রাজনীতিকরণের প্রচেষ্টার বিরুদ্ধে আমাদের অবস্থান। আন্তর্জাতিক ক্রীড়া সহযোগিতার ক্ষেত্রে আমরা সবসময় একে অপরকে সমর্থন করি।