হংকংয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আগুন, আটকা পড়েছেন ৩ শতাধিক মানুষ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হংকংয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নামে একটি আকাশচুম্বী ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভবনটির ছাদে ও অন্যান্য অংশে আটকা পড়েছেন তিন শতাধিক মানুষ।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার (১৫ ডিসেম্বর) হংকংয়ের কজওয়ে বে এলাকার গ্লৌসেস্টার রোডে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩৮ তলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আটকা পড়া কয়েকজনকে মই দিয়ে ভবন থেকে নামিয়ে এনেছে দমকল বাহিনীর কর্মীরা।

সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) জানিয়েছে, ভবনের ছাদে তিন শতাধিক মানুষ আটকা পড়েছে। এরইমধ্যে ষাটোর্ধ্ব একজন বৃদ্ধাকে অর্ধ-চেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। আগুন লাগার কারণে তিনি ঠিকমতো শ্বাস নিতে না পারায় অসুস্থ হয়ে পড়েন।

বিজ্ঞাপন

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় দুপুর ১২টা ৩৭ মিনিটে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

হংকং প্রশাসনের একজন মুখপাত্র জানিয়েছেন, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে আনতে দু’টি ওয়াটার জেটের মাধ্যমে কাজ করছেন উদ্ধারকর্মীরা।