চীনেও ওমিক্রন শনাক্ত, প্রতিরোধে তৎপর প্রশাসন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনেও করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেছে। গত ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে এক ব্যক্তির শরীরে নতুন এই ধরন শনাক্ত হয়। সম্প্রতি ওই ব্যক্তি বিদেশ ভ্রমণ করেছেন। খবর সিএনএন।

আক্রান্ত ব্যক্তির শরীরে করোনার কোনও উপসর্গ নেই।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত এবং প্রথম মৃত্যুর ঘটনা ঘটেও ।

চীন ছাড়াও নতুন করে আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে নতুন এই ভ্যারিয়েন্ট। এতে বিশ্বব্যাপী দেখা দিয়েছে আতঙ্ক। তবে ডেল্টার তুলনায় এটির ভয়াবহতা কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিজ্ঞাপন