আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় ৫ তালেবান নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পারওয়ান প্রদেশে গাড়ি উল্টে অন্তত পাঁচ তালেবান নিহত ও চারজন আহত হয়েছেন।

রোববার (১২ ডিসেম্বর) দেশটির পারওয়ান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পারওয়ানের নিরাপত্তা বিভাগের প্রধান আউয়াল গুল জানান, রোববার পারওয়ান প্রদেশে গাড়ি উল্টে তালেবানের পাঁচ সদস্য নিহত ও চারজন আহত হন।

পারওয়ানের পুলিশ প্রধান জানান, ঘটনাটি বাগরামের দুই লেনের মধ্যে ঘটেছে এবং নিহতরা ইসলামিক আমিরাত বাহিনীর সদস্য।

বিজ্ঞাপন

আফগানিস্তানে তালেবান শাসন প্রতিষ্ঠার পর দেশটির নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে।

গত ১৩ নভেম্বর থেকে দেশটিতে সাতটি বড় ধরনের নিরাপত্তাসংক্রান্ত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৬৩০ জন নিহত বা আহত হয়েছে।

গত আগস্টের মাঝামাঝি তালেবান আফগানিস্তান দখল নেওয়ার পর থেকে ইসলামিক স্টেট (আইএস)-সংশ্লিষ্ট সন্ত্রাসীরা কাবুল এবং অন্যান্য স্থানে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে।