সু চির চার বছরের কারাদণ্ড

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

সোমবার (০৬ ডিসেম্বর) মিয়ানমারের আদালত সু চির বিরুদ্ধে প্রাকৃতিক দুর্যোগ আইনের অধীনে ভিন্নমতকে উসকে দেওয়া এবং কোভিড নিয়ম ভঙ্গ করার অভিযোগে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দিয়েছেন। তবে সু চি সব অভিযোগ অস্বীকার করেছেন।

বিজ্ঞাপন

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ৭৬ বছর বয়সী সু চির বিরুদ্ধে ১১টি অভিযোগ রয়েছে। যদি সবগুলো অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন. তাহলে তার ১০০ বছরেরও বেশি জেল হতে পারে।

সু চি ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার আগে একটি নির্বাচিত বেসামরিক সরকারের নেতৃত্ব দিচ্ছিলেন।

বিজ্ঞাপন

গত বছর দেশটিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সুচির নেতৃত্বাধীন এনএলডি ভূমিধস জয়লাভ করেছিল। কিন্তু মিয়ানমার সেনাবাহিনী ভোট জালিয়াতির অভিযোগ এনে  ক্ষমতা দখল করে। এরপর থেকেই সু চিকে গৃহবন্দী করে রাখা হয়েছে।