রোহিঙ্গা গণহত্যা মামলা নিতে আর্জেন্টিনার আদালতের সিদ্ধান্ত
রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান গণহত্যার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান মিন অং লাইং এবং বর্তমান জান্তার ঊর্ধ্বতন নেতৃত্বের বিরুদ্ধে আদালতে মামলা খোলার ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে আর্জেন্টিনার বিচার বিভাগ।
রোববার (২৮ নভেম্বর) বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকে থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।
২৬ নভেম্বর বুয়েনস আইরেসের ফেডারেল ক্রিমিনাল কোর্টের দ্বিতীয় চেম্বার নিশ্চিত করেছেন যে এটি সার্বজনীন এখতিয়ারের নীতির অধীনে মিয়ানমারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে একটি মামলা শুরু করবে। তারা মনে করে দেশটিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধ এতটাই ভয়ঙ্কর হয়েছে তাদের যে কোনও জায়গায় বিচার করা যেতে পারে।
২০১৯ সালের নভেম্বরে বার্মিজ রোহিঙ্গা অর্গানাইজেশন ইউকে প্রথম আর্জেন্টিনার বিচার বিভাগের কাছে এমন একটি মামলা খোলার জন্য আবেদন করেছিল।
এ সংস্থার প্রেসিডেন্ট তুন খিন বলেন, এটি শুধু আমাদের রোহিঙ্গাদের জন্য নয়, সর্বত্র নির্যাতিত মানুষের জন্য আশার দিন। আর্জেন্টিনার সিদ্ধান্তটির ফলে এটিই প্রতীয়মান হয় গণহত্যাকারীদের লুকানোর কোথাও জায়গা নেই। বিশ্ব এই জঘন্য অপরাধের বিরুদ্ধে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ রয়েছে।