তাইওয়ান ইস্যুতে ‘ভুল বার্তা’ দেয়ায় যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

তাইওয়ান ইস্যুতে ‘ভুল বার্তা’ দেওয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে সতর্ক করেছে চীন। এক টেলিফোনালাপে ব্লিনকেনের প্রতি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আগামী মঙ্গলবার (১৬ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে। তার আগে ওয়াশিংটনকে সতর্ক করলো বেইজিং।

বিজ্ঞাপন

এর আগে গত ১০ নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, তাইওয়ানের ওপর চীন বলপ্রয়োগ করতে গেলে আমেরিকা ও তার মিত্ররা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবে।

চীন তাইওয়ানকে তাদের ‘নিজস্ব রাজ্য’ দাবি করে দীর্ঘদিন আগ্রাসন চালিয়ে আসছে। যদিও তাইওয়ান নিজেদের স্বতন্ত্র বলে দাবি করে। সম্প্রতি তাইওয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্রের নানা পদক্ষেপ চীনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন