কাবুলে সামরিক হাসপাতালে বিস্ফোরণ-গুলিতে নিহত ১৯

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির বৃহত্তম সামরিক হাসপাতালে দুটি বিস্ফোরণের পর গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪৩ জন।

মঙ্গলবার (০২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারি সায়ীদ খোস্তি জানিয়েছেন, ৪০০ শয্যার সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের গেটে বিস্ফোরণগুলো ঘটেছে।

ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের শেয়ার করা ছবিতে কাবুলের কেন্দ্রস্থলের সাবেক কূটনৈতিক জোন ওয়াজির আকবার খান এলাকার কাছে ঘটনাস্থলের ওপরে ধোঁয়ার কুণ্ডুলি দেখা গেছে বলে রয়টার্স জানিয়েছে।

ইসলামিক এমিরেটের ডেপুটি মুখপাত্র বিলাল করিমি সাংবাদিকদের বলেছেন, কাবুলের ৪০০ শয্যার সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের প্রবেশপথে অন্তত দুটি বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে বলেছে এটি একটি গাড়ি বোমা ছিল।