পাকিস্তানে তাজিয়া মিছিলে বোমা হামলায় নিহত ৩, আহত অর্ধশতাধিক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাবে পবিত্র আশুরা উপলক্ষে শিয়া মুসলিমদের তাজিয়া মিছিল ভয়াবহ বোমা বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দেশটির পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর শহরে এ হামলার ঘটনা ঘটে। বার্তাসংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগরের শহরের এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এএফপিকে হামলার বিষয়ে নিশ্চিত করে জানিয়েছেন, বিস্ফোরণস্থল থেকে তিনজনের মরদেহ ও ৫০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখা গেছে, রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত আহতদের সাহায্য করছে স্থানীয়রা।

স্থানীয় পুলিশ কর্মকর্তা কাশিফ হুসেনও এএফপিকে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিস্ফোরণের প্রকৃতি এখনও স্পষ্ট নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।