আশরাফ গনি সংযুক্ত আরব আমিরাতে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চারদিন আগে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বেশিরভাগ অঞ্চল তালেবানের দখলে যাওয়ার পর পালিয়ে যাওয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি সংযুক্ত আরব আমিরাতে আছেন।

বুধবার (১৮ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

গালফ নিউজের খবরে বলা হয়, আমিরাত আশরাফ গনি এবং তার পরিবারকে মানবিক কারণে আশ্রয় দিয়েছে।

এর আগে জানা গিয়েছিল তাজিকিস্তান কিংবা উজবেকিস্তানে গিয়েছেন তিনি। কিন্তু পরে তাজিকিস্তান তাকে ফিরিয়ে দেয়। তার ঘনিষ্ঠ মহল জানিয়েছিল, সাবেক আফগান প্রেসিডেন্ট আমেরিকায় যেতে পারেন। তবে জানা গেল তিনি আমিরাতে আছেন।

রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, আশরাফ গনি দেশত্যাগের সময় হেলিকপ্টার ভর্তি করে নগদ অর্থ নিয়ে গেছেন। এমনকি কিছু টাকা না ধরায় গনি ফেলে রেখে যেতেও বাধ্য হন।

অন্যদিকে, দেশত্যাগের পর গনি জানান, রক্তপাত এড়াতে বেরিয়ে আসাই ভালো মনে হয়েছিল। রক্তক্ষয় রুখতেই তিনি ইস্তফা দেন বলে দাবি করেছেন। যদিও তার সেই দাবি মানতে নারাজ তালেবানরা।