আফগানিস্তান থেকে ২০ হাজার শরণার্থী নেবে যুক্তরাজ্য

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানরা দখলে নেওয়ায় নিরাপত্তাহীনতায় থাকা ২০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

মঙ্গলবার (১৭ আগস্ট) বরিস জনসনের প্রশাসন এই প্রতিশ্রুতির কথা জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

বিজ্ঞাপন

বলা হয়েছে, আগামী কয়েক বছরে যুক্তরাজ্যে ২০ হাজার আফগান নাগরিককে বাড়ি নির্মাণ করতে দেওয়ার প্রস্তাব গ্রহণ করা হয়েছে। প্রথম বছর ৫ হাজার শরণার্থী যুক্তরাজ্যে স্থায়ী হওয়ার সুযোগ পাবেন। এছাড়া ৫ হাজার আফগান দোভাষী ও যুক্তরাজ্যের হয়ে কাজ করা কর্মীদেরও দেশটিতে বসবাসের অনুমতি দেওয়া হবে।

যুক্তরাজ্য সরকার আরও জানিয়েছে, নতুন প্রকল্পের আওতায় নারী, মেয়ে ও যাদের বেশি প্রয়োজন তাদের অগ্রাধিকার দেওয়া হবে।