নারীদের সরকারে যোগ দেওয়ার আহ্বান তালেবানের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের নারীদের নতুন যে সরকার গঠন করা হবে সেখানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তালেবান। একইসঙ্গে দেশজুড়ে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সন্ত্রাসী গোষ্ঠীটি।

মঙ্গলবার (১৭ আগস্ট) এই ঘোষণা দেওয়া হয় বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, আফগান সরকার কাঠামোয় নারীদের অংশগ্রহণের বিষয়ে মঙ্গলবার এই ঘোষণা দেন তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য এনামুল্লাহ সামানগনি। দেশজুড়ে বিজয় লাভের পর আফগান সরকার কাঠামো নিয়ে কেন্দ্রীয় স্তর থেকে এটাই প্রথম কোনো ঘোষণা।

এদিকে সশস্ত্র গোষ্ঠী তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর ভয় আর আতঙ্কে হাজার হাজার মানুষ দেশ ছাড়তে ভিড় করছেন কাবুলের প্রধান বিমানবন্দরে। জোর করে প্রবেশের সময় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। বিশৃঙ্খলা এড়াতে মার্কিন বাহিনী ফাঁকা গুলি ছোড়ে। তবে সেখানে গোলাগুলিতে ৫ জন নিহত হওয়ার খবর জানা গেছে।