কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলা, গুলিতে নিহত ৫

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী তালেবান কাবুল দখলের পর ভয় আর আতঙ্কে হাজার হাজার মানুষ দেশ ছাড়তে ভিড় করছেন বিমানবন্দরে। অনেকে জোর করে প্লেনে উঠার চেষ্টা করছেন। তাই বিশৃঙ্খলা এড়াতে মার্কিন বাহিনী ফাঁকা গুলি ছোড়ে। এতে করে সেখানে ৫ জন নিহত হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সোমবার (১৬ আগস্ট) সকালে হাজার হাজার মানুষ এক সঙ্গে প্লেনে উঠার চেষ্টা করলে ফাঁকা গুলি ছুড়ে মার্কিন বাহিনী। এসময় গুলিতে বিমানবন্দরে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি একটি গাড়িতে করে পাঁচজনের লাশ নিয়ে যেতে দেখেছেন।

আরেকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, এটা স্পষ্ট নয় যে, ভুক্তভোগীরা বন্দুকের গুলিতে মারা গেছে নাকি পদদলিত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স একজন কর্মকর্তা বলেছেন, দেশটির জনতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতেই ফাঁকা গুলি করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেকগুলো ভিডিওতে গুলির শব্দ শোনা গেছে।

অনেকগুলো ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে, মানুষজন রানওয়ের দিকে দৌড়ে বিমানে ওঠার চেষ্টা করছে। এই বিমানবন্দর নিয়ন্ত্রণ করছে মার্কিন সৈন্যরা।