মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মুহিউদ্দিন সোমবার (১৬ আগস্ট) সকালে দেশটির রাজা আল-সুলতান আবদুল্লাহর কাছে তার পদত্যাগপত্র দেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির বিজ্ঞানমন্ত্রী খয়েরি জামালউদ্দিন। তবে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খবরে বলা হয়, মালয়েশিয়ায় ক্ষমতাসীন জোটের অন্তর্দ্বন্দ্বের জেরে সংখ্যাগরিষ্ঠতা হারানোয় মুহিউদ্দিন পদত্যাগ করেন।

২০২০ সালে মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকাইয়েতের সদস্যদের ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হন মুহিউদ্দিন ইয়াসিন। তবে তার পক্ষে ও বিপক্ষে পড়া ভোটের ব্যবধান অল্প থাকায় নিজের পদ ধরে রাখতে চাপের মুখে ছিলেন তিনি।