অলিম্পিক শুরুর আগেই টোকিওতে জরুরি অবস্থা জারি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জাপানের টোকিওতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করা হয়েছে। যা অলিম্পিক গেমস জুড়ে চলবে। ফলে জরুরি অবস্থার মধ্যেই অলিম্পিক আয়োজিত হতে চলেছে টোকিওতে।

বৃহস্পতিবার (৮ জুলাই) জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা সাংবাদিকদের বলেন, জরুরি অবস্থা ১২ জুলাই থেকে চলবে ২২ আগস্ট পর্যন্ত।

বিজ্ঞাপন

বিবিসির খবরে বলা হয়, জরুরি অবস্থা জারি হওয়ায় এবার অলিম্পিকে বাইরের কোন দর্শক সরাসরি গেমসটি উপভোগ করতে পারবে না। তবে জাপানিরা গেমসটি উপভোগ করতে পারবে কিনা সে বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত হয়নি।

কয়েকদিন আগেও স্টেডিয়ামে নির্দিষ্ট সংখ্যক দর্শকের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, তবে এবার মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে সেই নির্দেশও আর থাকছে না।