মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ৩০৯ অবৈধ অভিবাসী আটক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ৩০৯ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বাকিরা ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মিয়ানমার ও ভারতের নাগরিক।

রোববার (২০ জুন) দিবাগত রাতে দেশটির অভিবাসন বিভাগ এ অভিযান চালায়।

বিজ্ঞাপন

মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাত সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত চলা অভিযানে সেলাঙ্গর প্রদেশের ডেংকিল অঞ্চলের একটি নির্মাণাধীন স্থাপনা থেকে এই অভিবাসীদের আটক করা হয়। আটক করা অভিবাসীদের মধ্যে ১০২ জন বাংলাদেশি, ১৯৩ জন ইন্দোনেশিয়ার, আটজন মিয়ানমারের (রোহিঙ্গা), চারজন ভিয়েতনামের এবং দুজন ভারতের নাগরিক রয়েছেন।

দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি দাউদের নেতৃত্বে অভিবাসন বিভাগ, জেনারেল মুভমেন্ট টিম (পিজিএ), জাতীয় নিবন্ধকরণ বিভাগ (জেপিএন), জাতীয় প্রতিরক্ষা বাহিনী এবং শ্রম বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত অভিযানে ৭১৫ জন অভিবাসী আটকের পর কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৩০৯ জন অবৈধ অভিবাসীকে আটক করে নিয়ে যায় ইমিগ্রেশন পুলিশ।