চীনে শিশুদের জন্য সিনোভ্যাকের টিকার অনুমোদন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তিন থেকে ১৭ বছর বয়সী শিশুদের জন্য সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনা টিকার অনুমোদন দিয়েছে চীন।

স্থানীয় সময় শুক্রবার (০৪ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনে এই খবর জানিয়েছেন সিনোভ্যাকের চেয়ারম্যান ইন ওয়েডং। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বিজ্ঞাপন

চীনে বর্তমানে যাদের বয়স ১৮ বছরের ওপরে শুধু তাদের করোনা টিকা দেওয়া হচ্ছে।

করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে চীনে গণ টিকাদান কার্যক্রম চলছে। দেশটিতে ৩ জুন পর্যন্ত প্রায় ৭২ কোটি ৩৫ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে।

গত ১ জুন চীনের তৈরি কোভিড-১৯ এর দ্বিতীয় টিকা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সিনোভ্যাক বায়োটেক কোম্পানির তৈরি কোভিড টিকা ‘করোনাভ্যাক’ জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।

ডব্লিউএইচও-র স্বাধীন বিশেষজ্ঞদের প্যানেল এক বিবৃতিতে ১৮ বছরের বেশি বয়সীদের জন্য সিনোভ্যাকের এই টিকার দুই ডোজ সুপারিশ করেছে। দুই থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত সাক্ষাৎকারে সিনোভ্যাক প্রেসিডেন্ট ইন ওয়েডং বলেন, অপেক্ষাকৃত কম বয়সীদের টিকা প্রদান নির্ভর করবে স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রস্তুত করা চীনের টিকাপ্রয়োগ কৌশলের ওপর। টিকা পাওয়ার ক্ষেত্রে বয়স্করা অগ্রাধিকার পাবে। আর জরুরি প্রয়োজনে কম বয়সীদের এই টিকা দেওয়া যাবে।

তিন থেকে ৭ বছর বয়সীদের ওপর চালানো প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষায় দেখা গেছে সিনোভ্যাক করোনার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে সক্ষম। আর সবচেয়ে বিরূপ পার্শ্বপ্রতিক্রিয়াটিও খুব মৃদু।

দুই ডোজ টিকা প্রয়োগের পর তৃতীয় আরেকটি বুস্টার ডোজ প্রয়োগেরও পরীক্ষা চালিয়েছে সিনোভ্যাক। দ্বিতীয় পর্যায়ের এই পরীক্ষায় দেখা গেছে বুস্টার ডোজ প্রয়োগের পর কোভিড-১৯ প্রতিরোধের ক্ষমতা এক সপ্তাহের দশগুণ বেশি বেড়ে যায় বলে জানান সিনোভ্যাক চেয়ারম্যান ইন ওয়েডং। আর ১৫ দিন পর এই ক্ষমতা বেড়ে যায় ২০ গুণ।

সিনোভ্যাকের পাশাপাশি ওষুধপ্রস্তুতকারক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনোফার্মও কম বয়সীদের ওপর টিকা প্রদানের অনুমতি পেতে তথ্য-উপাত্ত উপস্থাপন করেছে।