জার্মানিতে আবার করোনার সংক্রমণ বাড়ছে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউরোপের দেশ জার্মানিতে করোনাভাইরাসের সংক্রমণ আবার বৃদ্ধি পাচ্ছে। দেশটির কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইউরোপে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির তৃতীয় ঢেউ নিয়ে আতঙ্কের মধ্যে এক মাসেরও বেশি সময়ের জন্য ফের লকডাউনে যাচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিস।

বিজ্ঞাপন

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেছেন, জার্মানিতে আবারও বাড়তে শুরু করেছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। তাই ফের লকডাউনে যেতে হতে পারে ।

এদিকে, ফ্রান্স, পোল্যান্ড এবং ইউরোপের অন্যান্য দেশও আবারও করোনা বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে।

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস করার জন্য ইউরোপে প্রয়োজনীয় ভ্যাকসিনের অভাব রয়েছে।

তিনি সাংবাদিকদের বলেন, পরিস্থিতি সম্পর্কে আমাদের সৎ হতে হবে- ইউরোপে তৃতীয় তরঙ্গ থামানোর জন্য পর্যাপ্ত ভ্যাকসিন নেই।

ইইউ-এর ১৩টি দেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বাতিল করেছে। যার ফলেও ইউরোপে টিকা প্রয়োগ বিলম্বিত হচ্ছে বলে তিনি জানান।

শুক্রবার (১৯ মার্চ) জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে অ্যাস্ট্রাজেনেকার টিকা ক্ষতি করে।

৬৬ বছর বয়সী জার্মান চ্যান্সেলর বলেন, আমি অ্যাস্ট্রাজেনেকার টিকা নিব। আমি এর পার্শ্বপ্রতিক্রিয়া দেখতে চাই।