অ্যাস্ট্রাজেনেকার টিকা ঝুঁকির চেয়ে উপকার বেশি: ইএমএ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা ভ্যাকসিন ঝুঁকির চেয়ে উপকার অনেক বেশি বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সির (ইএমএ) প্রধান এমার কুক।

রক্তে জমাট বাঁধার উদ্বেগে বেশ কয়েকটি ইউরোপীয় দেশে এই টিকার প্রয়োগ স্থগিত করার পর মঙ্গলবার (১৬ মার্চ) তিনি একথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

বিজ্ঞাপন

ইএমএ প্রধান জানান, রক্তে জমাট বাঁধার সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার টিকার কোনও সম্পর্ক নেই। এবিষয়ে অনুসন্ধান চলছে। তবে ভ্যাকসিনটি অনুমোদনের সিদ্ধান্ত সঠিক ছিল।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকা প্রয়োগ বন্ধ না করার আহ্বান জানিয়েছে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা ভ্যাকসিন নিয়ে পর্যালোচনা করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা মঙ্গলবার বৈঠক করবে।

কুক বলেন, টিকা নেওয়ার পর ইউরোপের কয়েক হাজার মানুষের শরীরে রক্ত জমাট বেঁধেছে। এখন আমরা জানতে চাই এসব জমাট বাঁধার কারণ ভ্যাকসিন নাকি অন্য কিছু।

ইএমএ প্রধান বলেন, এই মুহূর্তে যখন তদন্ত চলছে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ও মৃত্যুর ঝুঁকির চেয়ে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নেওয়াতে উপকার অনেক বেশি।

বিবিসি’র খবরে বলা হয়েছে, ইএমএ’র অনুসন্ধানের ফলাফল বৃহস্পতিবার প্রকাশ করা হতে পারে।

উল্লেখ্য, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর রক্তে জমাট বাঁধার কয়েকটি ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নরওয়ে, বুলগেরিয়া, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, আয়ারল্যান্ড, আইসল্যান্ডসহ ১৬ দেশে এটির প্রয়োগ স্থগিত করা হয়েছে।