ভারতে ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন চাইল ফাইজার

  করোনা টিকা
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার। ছবি: সংগৃহীত

মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার। ছবি: সংগৃহীত

ভারতের কাছে জরুরিভিত্তিতে কোভিড ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন চেয়েছে মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক। ভারতের ডাগ্রস কন্ট্রোলার জেনারেল কাছে অনুমোদন চেয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (৬ ডিসেম্বর রোববার ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিজ্ঞাপন

ইতোমধ্যে মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন সর্বসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য এবং বাহরাইন।

এর আগে ফাইজার দাবি করেছে যে তাদের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন ৯০% কার্যকর।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ৪ ডিসেম্বর ডিসিজিআই-এর কাছে আপৎকালীন ব্যবহারে ছাড়পত্র চেয়েছে ফাইজার।

উল্লেখ্য, ভারতে এ পর্যন্ত ৯৬ লাখের বেশি মানুষ করোনায় আক্রন্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৪০ হাজারের বেশি মানুষ।